মাগুরায় বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শহরের ভায়না এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরায় বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শহরের ভায়না এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত আলিম শেখ বলেন, বিকেলে ভায়না এলাকার বিএনপি সমর্থক হিসেবে পরিচিত মসলেমের ছেলে সিনবাদ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলে করে আব্দুর রহিমের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেন। এসময় আব্দুর রহিম সিনবাদকে বলেন, আমরা বিএনপি করি, আমাদের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছিস কেন। এ নিয়ে তারা তর্কে জড়ায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। পরে সন্ধ্যায় সিনবাদ ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে।
সংঘর্ষে এক পক্ষের ছয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ভায়না এলাকার আব্দুর রহিম, আব্দুর রহমান, রকিবুল, নওশের, সুমন ও আলিম শেখকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রহমান, আব্দুর রহিম ও নওশেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর আহতদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী শহরের ভায়না এলাকা অবরোধ করে। পরে স্থানীয় বিএনপি নেতারা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তাছিন জামান/এসএসএইচ