বাগদানের পর বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

বাগদানের পর বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

বিয়ে করলেন বলিউডের তারকা দম্পতি অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন তারা। ভক্তেরা এই সুখবরে রীতিমতো ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। 

বিয়ে করলেন বলিউডের তারকা দম্পতি অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন তারা। ভক্তেরা এই সুখবরে রীতিমতো ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। 

সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করে অদিতি ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার সূর্য, আমি তোমার চাঁদ এবং আমার সমস্ত তারা। আজীবন আমার সঙ্গে এভাবেই থেকো। হাসতে থেকো। ভালোবাসা, আলো এবং জাদুর ছোঁয়ায় ভরে থেকো। মিসেস এবং মিস্টার আদু-সিধু।’

অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন। তাদের একটি মন্দিরের বাইরে দেখা গেছে। অদিতিকে একটা হালকা বাদামি রঙের শাড়ি পরে দেখা গিয়েছে। তার চুলে ফুলের মালা, যাতে নববধূকে অত্যন্ত সুন্দরী দেখাচ্ছে। সিদ্ধার্থকে সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে দেখা গেছে। এমনকি, দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে বিয়েটা হয়েছে।

অদিতি-সিদ্ধার্থের এই ছবির একটিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে দু’জনে। পুরোহিত বিয়ের সমস্ত আয়োজন করছেন। দু’জনেরই গলায় মালা। দু’জনে একে অন্যকে জড়িয়ে ধরে আছেন। এই ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা। সোনাক্ষী সিনহা, অনন্যা পান্ডে, দুলকার সালমান, আথিয়া শেঠি, দিয়া মির্জা-সহ অনেক তারকাই তাকে অভিনন্দন জানিয়েছেন।

অদিতি ২০০২ সালে আইনজীবী তথা প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন কিন্তু ২০১২ সালে বিয়ে করলেও, তিনি বৈবাহিক অবস্থা সম্পর্কে কোনও রকম মন্তব্য করতে চাননি। এক বছর পরে ২০১৩ সালে, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এবং সত্যদীপ আলাদা হয়ে গিয়েছেন। 

অদিতির যখন মাত্র ১৭ বছর বয়স, তখন সত্যদীপের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। ২৪ বছর বয়সে অদিতি সত্যদীপকে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি তার বিয়ে গোপন রাখতে চেয়েছিলেন। কারণ সেই সময় তাকে ইন্ডাস্ট্রিতে ভীষণই সংগ্রাম করতে হচ্ছিল। দু’জনের পথ আলাদা হয়ে গেলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট।

২০২১ সালে অদিতি এবং সিদ্ধার্থের ‘হা সমুদ্রম’-এর সেটে দেখা হয়। দু’জনের ডেটিংও শুরু হয় সেখান থেকেই। ২৮ মার্চ, ২০২৪-এ, তারা বাগদানের ছবি শেয়ার করেছিলেন। সিদ্ধার্থেরও এটা দ্বিতীয় বিয়ে। তিনি ২০০৩ সালে মেঘনাকে বিয়ে করেন। দু’জনে দিল্লিতে একে অন্যের প্রতিবেশী ছিলেন এবং প্রেমে পড়েন। ২০০৬ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। এবং ২০০৭ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

এমআইকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *