বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়াচ্ছে পাকিস্তান?

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়াচ্ছে পাকিস্তান?

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকমাত্রায় গুজব ও ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতের আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত এ অভিযোগ তুলেছেন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকমাত্রায় গুজব ও ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতের আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত এ অভিযোগ তুলেছেন।

তিনি বলেছেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা, তার নেতৃত্বাধীন সরকার এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। গত মাসে সরকার পতন আন্দোলন শুরু হওয়ার পর থেকে তা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে (আইএসআই) এজন্য দায়ী করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শুভ্রকমল দত্ত বলেন, “সবাই জানে যে দীর্ঘদিন ধরে বিএনপি-জামাতের সমর্থনে বাংলাদেশ এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে আসছে আইএসআই। সম্প্রতি তার মাত্রা আরও বেড়েছে। বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব ও বিদ্বেষ বাড়িয়ে তোলাই এসব গুজবের প্রধান উদ্দেশ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একটি বিমানবন্দরে ভারতীয় সেনাদের সমাবেশ দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের বিক্ষোভ সামাল দিতে সেনা পাঠিয়েছে ভারত। তবে ভারত ও অন্যান্য দেশের ফ্যাক্ট-চেকিং গ্রুপগুলোর যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ভুয়া এবং এডিটেড।

লন্ডনভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার এ প্রসঙ্গে এনডিটিভিকে বলেন, “আজ থেকে ৫৩ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে পরাজয় পাকিস্তানকে বরণ করতে হয়েছিল, তার যন্ত্রণা পাকিস্তান এখনও ভুলতে পারেনি। শেখ হাসিনা এবং বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের ভুয়া তথ্য ছড়ানোর প্রধান কারণ এটাই।

“তবে এটি সত্য যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা শুধু ভারত নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হয়ে উঠবে,” বলেন প্রিয়জিৎ।

সূত্র : এনডিটিভি

এসএমডব্লিউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *