বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-ঢাকা মহাসড়কে গ্রামীণ ও আলিফ পরিবহন নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলিফ পরিবহনের সুপারভাইজার আবুল বাসার (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরও ১৫ যাত্রী আহত হয়েছেন
বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-ঢাকা মহাসড়কে গ্রামীণ ও আলিফ পরিবহন নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলিফ পরিবহনের সুপারভাইজার আবুল বাসার (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের শতকর বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আবুল বাসার চট্টগ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রামীণ পরিবহনের বাসটি পাথরঘাটা সড়কের শতকর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আলিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে আলিফ পরিবহনের সুপারভাইজার আবুল বাসার ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বাসে থাকা যাত্রীদের মধ্যে আরও ১৫ জন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে নিকটস্থ জেলা পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে দায়িত্বরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পাথরঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
মো. আব্দুল আলীম/এমজেইউ