বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান হৃদয়-সোহান-শরিফুলের

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান হৃদয়-সোহান-শরিফুলের

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই হৃদয় কাঁদছে জাতীয় দলের ক্রিকেটারদের। তাদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই হৃদয় কাঁদছে জাতীয় দলের ক্রিকেটারদের। তাদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহবান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন এই ক্রিকেটাররা। নিজেরা যদিও ব্যস্ত রয়েছেন ক্রিকেট মাঠে হৃদয় ‘এ’ দল ও শরিফুল জাতীয় দলের হয়ে খেলছেন পাকিস্তানে। তবে সোহান বাংলাদেশেই আছেন। বন্যার্তদের সহায়তার আহবান জানানো পোস্টে একটি ছবি যুক্ত করেছেন হৃদয়–সোহান। যদিও সেই ছবিটি প্রযুক্তি (এআই) দিয়ে তৈরি বলে আলোচনা চলছে।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের একাদশে আছেন শরিফুল। প্রথমদিন তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন। ফিরিয়েছেন শান মাসুদ ও বাবর আজমকে। এরপর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে কুরআনের একটি আয়াত শেয়ার করেন এই বাঁ-হাতি পেসার।

رَبَّنَا اكۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ. ‘রাব্বানাকশিফ আন্নাল আযা-বা ইন্না-মু’মিনূন।’ ‘হে আমাদের রব,…

এমন পরিস্থিতিতে নিজে সরাসরি না থাকলেও, পাশে দাঁড়ানোর কথা জানালেন হৃদয়। একইভাবে অন্যদের সহযোগিতায় এই বিপদ কাটিয়ে ওঠার আশা এই টপঅর্ডার ব্যাটারের, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’

‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা-আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’

বন্যাকবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’

এত পানি কোথা থেকে এলো , কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল । এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না ?

এ ছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন এত পানির উৎস কোথায়– এমন প্রশ্ন তুলেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিলো। এই অসহায় গরীব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না?’

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *