বন্যায় ফেনীতে পোল্ট্রি খাতে ক্ষতি ৪০০ কোটি টাকা 

বন্যায় ফেনীতে পোল্ট্রি খাতে ক্ষতি ৪০০ কোটি টাকা 

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে ফেনীর ব্যবসাখাত। এতে পোল্ট্রি খাতে আনুমানিক ৪০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষয়ক্ষতি অবহিতকরণ ও পুনর্বাসনের বিষয়ে জেলা পোল্ট্রি এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে ফেনীর ব্যবসাখাত। এতে পোল্ট্রি খাতে আনুমানিক ৪০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষয়ক্ষতি অবহিতকরণ ও পুনর্বাসনের বিষয়ে জেলা পোল্ট্রি এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল আলম বলেন, জেলায় ২০০ ডিলারের মাধ্যমে ৫ হাজার পোল্ট্রি খামারি মুরগি ও ডিম উৎপাদন করে আসছে। এগুলো ফেনীর স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকা-চট্টগ্রামেও সরবরাহ করা হয়। কিন্তু ২০ আগস্ট থেকে প্রায় ১০ দিন ধরে চলমান বন্যায় জেলার ৮০ শতাংশ পোল্ট্রি খামার সম্পূর্ণ ও ২০ শতাংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কামরুল আলম বলেন, বন্যায় সবমিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারি ও ডিলারদেরকে সরকারি নগদ অর্থ সহায়তা ছাড়া আবার ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। 

জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল আলম আরও বলেন, ক্ষতিগ্রস্ত খামারি ও ডিলারদের চলমান ঋণের সুদ ও কিস্তি দুই বছরের জন্য স্থগিত করতে হবে। অন্তত দুই বছর মেয়াদি সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রদান, কমিশন গঠনের মাধ্যমে খাদ্য ও ওষুধের দাম যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে। আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে পুনর্বাসনের মাধ্যমে পুনরায় উৎপাদনে যেতে সহযোগিতা করে দেশের আমিষের যোগান সমুন্নত রেখে ও কর্মচারীদের বেকারত্বের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাই। 

এ সময় জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমসহ এসোসিয়েশনের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

তারেক চৌধুরী/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *