বক্স অফিসে প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে কে সিংহাম না ভুল ভুলাইয়া

বক্স অফিসে প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে কে সিংহাম না ভুল ভুলাইয়া

ঈদ হোক বা দিওয়ালি, বলিউডে সিনেমা মুক্তি নিয়ে বেশ জোরদার একটা টক্কর হয়েই থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত, হাই বাজেটের দুটি হিন্দি সিনেমা। কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩ আর অজয় দেবগনের সিংহাম এগেইন। 

ঈদ হোক বা দিওয়ালি, বলিউডে সিনেমা মুক্তি নিয়ে বেশ জোরদার একটা টক্কর হয়েই থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত, হাই বাজেটের দুটি হিন্দি সিনেমা। কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩ আর অজয় দেবগনের সিংহাম এগেইন। 

দুই সিনেমারই আগের কিস্তিগুলি ছিল সুপার ডুপার হিট। আর নতুন কিস্তিতে বসেছে তারকাদের মেলা। অর্থাৎ, দর্শককে হলে টানার সকল ব্যবস্থাই যেন করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক প্রথম দিনের ব্যবসার নিরিখে কে কাকে টেক্কা দিয়ে গেল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভারতের সিনেমা হলগুলোর মধ্যে ৬০ শতাংশ দখলে রেখেছিল সিংহাম এগেইন। আর বক্স অফিসে খাতা খুলেছে ৪৩.৫০ কোটি দিয়ে। যা অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং বলেই মনে করা হচ্ছে। 

তবে ভাববেন না খুব বেশি পিছিয়ে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩। দেশীয় বাজারে এই সিনেমার প্রথমদিনের আয় ৩৫.৫ কোটি। আর এটাও কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে। 

অর্থাৎ টক্কর বেশ সেয়ানে-সেয়ানে হয়েছে। এবার বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিভিউ ও দর্শকদের মুখের প্রশংসা বা নিন্দা ঠিক করবে, কে কার থেকে এগিয়ে থাকবে বা পিছিয়ে। তবে প্রথমদিনের লড়াইয়ে এগিয়ে রয়েছে অজয় দেবগনের ছবি। 

রোহিত শেট্টি পরিচালিত সিংহাম এগেইনে অভিনয় করেছেন অজয় দেবগন, করিনা কাপুর খান, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। আর অনিস বাজমির ভুল ভুলাইয়া ৩-এ কার্তিক ছাড়াও রয়েছেন বিদ্যা বালন, তৃপ্তি দিমরি, মাধুরী দিক্ষীতের মতো তারকারা। 

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুটি ছবি নিয়েই উচ্চ প্রত্যাশা রাখছেন বলেই জানিয়েছেন। দুটি ছবিই ‘দুর্দান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি। 

তরণের ভাষায়, ‘ভুল ভুলাইয়া ৩ একটি হরর-কমেডির অভিজ্ঞতা প্রদান করে, যখন সিংহাম আবার অ্যাকশন-প্যাকড ড্রামা নিয়ে আসে৷ শ্রোতারা উভয়কেই পছন্দ করছেন এবং আমরা এটাই চাই। যদি দুটি ছবিই ভালো পারফর্ম করতে থাকে, তাহলে এটি নিঃসন্দেহে বলিউডের জন্য একটা দারুণ ব্যাপার হয়ে থাকবে।’

ভুল ভুলাইয়া-র প্রথম সিনেমাটি মুক্তি পয়েছে ২০০৭ সালে। যেখানে ছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালন, শাহিনি আহুজা। এরপর ২০২২ সালে মুক্তি পায় ভুল ভুলাইয়া ২। তবে এবার অক্ষয়ের জায়গায় সিনে এন্ট্রি হয় কার্তিকের। 

অন্যদিকে, রোহিতের কপ ইউনিভার্সের প্রথম সিনেমা সিংহাম মুক্তি পেয়েছিল ২০১১ সালে। আর সিংহাম রিটার্নস ২০১৪-তে। দুটোতেই নাম ভূমিকায় অর্থাৎ বাজিরাও সিংহামের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। 

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *