ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে চান অ্যান্ডারসন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে চান অ্যান্ডারসন

কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। এখন নিজ দেশের পেস বোলিং পরামর্শকের দায়িত্বে আছেন। তবে এখনো সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে কিংবদন্তি এই পেসারের।

কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। এখন নিজ দেশের পেস বোলিং পরামর্শকের দায়িত্বে আছেন। তবে এখনো সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে কিংবদন্তি এই পেসারের।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, আমি আর ইংল্যান্ডের হয়ে খেলবো না। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার ইচ্ছা আছে।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে জাতীয় দল থেকে অবসর নেন ৪২ বছর বয়সী অ্যান্ডারসন। অবসর নেওয়ার পর ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। তবে কতদিন ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন তা নিশ্চিত নয়। কিন্তু এর মাঝেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন অ্যান্ডারসন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘আমি ভালো করেই জানি, আমি আর ইংল্যান্ডের হয়ে খেলবো না। কিন্তু এখনও আমরা ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্বান্ত নেইনি।’ আরও বলেন, ‘বছরের শেষভাগেই সবকিছু পরিষ্কার হতে পারে। এই শীতে টেস্ট দলের দু’টি সফর আছে, আমি জানি না ওই দুই সফরে (কোচিং) ভূমিকা পালন করতে পারবো কি না।’

টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সব মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। এরমধ্যে ১৯টি ছিল জাতীয় দলের হয়ে। ২০০৯ সালে জাতীয় দলের হয়ে এবং ২০১৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হান্ড্রেড ক্রিকেট দিয়ে মাঠে ফেরার স্বপ্ন অ্যান্ডারসনের। তিনি বলেন, ‘আমি হান্ড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে হয়েছে, আমি এটা করতে পারি, আমি এখনও এমন কিছু করতে পারি।’

আরও বলেন, ‘আমি ঠিক জানি না, এটা ঠিক কাজ হবে কি-না। দেখা যাক, সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটতো কখনও খেলিনি।’ বয়স অনেক হলেও ঘরোয়া ক্রিকেটে খেলার মত অবস্থা আছে বলে জানান অ্যান্ডারসন, ‘আমার বয়স ৪২ বছর, এটি এখনও আমার শরীর মনে করছে না। আমি টেনিস কোর্ট খেলার সামর্থ্য রাখি। আশা করছি আগামী পাঁচ বছর বার্নলি সিসির মত মাঠে দৌড়াতে পারবো। শরীর নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। এজন্য নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমি মনে করি, আমার জোরে বল করার ক্ষমতা আছে। এই ক্ষমতা যত দিন থাকবে, তাহলে তা কেন ব্যবহার করবো না।’

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *