খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ কিশোরেরা হলো—রামগড় উপজেলার বল্টুরাম টিলা এলাকার মো. নয়ন (১২) এবং ফেনীরকুলের নামার চর এলাকার মো. বাদশা (১৬)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নিখোঁজ হয় তারা। শুক্রবার দুপুরে ফেনী নদীতে দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে নিখোঁজদের কোনো সন্ধান না পেয়ে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রাবাদের ডুবুরি দলের সাব অফিসার মো. জসিম উদ্দিন।
মো. জসিম উদ্দিন বলেন, নদীতে প্রচণ্ড শ্রোত রয়েছে। সম্ভাব্য যায়গাগুলো তল্লাশি করা হয়েছে। কোথাও সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়েছে। এ ছাড়াও স্থানীয় লোকদের বলেছেন, কোথাও মরদেহ ভেসে উঠলে যেন ফায়ার সার্ভিসে খবর দেয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস তাদের উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করবে।
মোহাম্মদ শাহজাহান/এএমকে