ফেনীতে বন্যায় কাজের জন্য সম্মাননা পেল ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন

ফেনীতে বন্যায় কাজের জন্য সম্মাননা পেল ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কাজের স্বীকৃতি হিসেবে ৬০ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে।

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কাজের স্বীকৃতি হিসেবে ৬০ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রক্তদান দিবস উপলক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক পরিবার প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

বক্তব্যে মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, এ স্বেচ্ছাসেবকরা আমাদের প্রয়োজনে সবসময় পাশে দাঁড়ায়। এবারের বন্যায়ও সর্বস্তরের মানুষ ফেনীবাসীর পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় রক্তের প্রয়োজনেও স্বেচ্ছাসেবকরা পাশে থেকে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। অন্য দিবসের মতো রক্তদান দিবসটিও প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করার বিষয়ে একটি দাবি উঠেছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হবে।

স্বেচ্ছাসেবক পরিবার প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবক নিষাদ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওসমান গনি রাসেল। এতে অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান, ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম শওকত আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরিফুল আলম, ফ্রি মোশানের প্রতিষ্ঠাতা ফিরোজ হাসান।

স্বেচ্ছাসেবক ওসমান গনি রাসেল বলেন, সারা দেশের ন্যায় ফেনীতেও স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেড়েছে। জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বড় একটি অংশ আজকের আয়োজনে অংশ নিয়েছে। অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ভূমিকা রাখায় ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সবার সহযোগিতা পেলে আগামীতে আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।

এসময় ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান দারা, সংগঠক ইমন-উল হক, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, মানবজমিন জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম ও মো. সোহাগসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষে অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক খন্দকার সুমন, নূরনবী হাসান, নূর করিম মুন্না, কাজী আফতাবুল ইসলাম, তৌহিদুল ইসলাম তুহিন, আজগর আলী, মো. শাহীন, ইলিয়াছ হোসেন, দিদারুর ইসলাম, জামাল ভূঁইয়া, মো. পিয়াস প্রমুখ।

তারেক চৌধুরী/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *