ফুটবলকে এক নম্বরে দেখতে চান জামাল

ফুটবলকে এক নম্বরে দেখতে চান জামাল

বাংলাদেশের পুরুষ ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে সফল নন। এরপরও ঘরোয়া পর্যায়ে অনেক অর্থকড়ি পান। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ঘরোয়া ফুটবলের বাজারদর একেবারেই গড়পড়তা। ৫০-৭০ লাখ টাকা হাঁকানো ফুটবলারকে খেলতে হচ্ছে মাত্র কয়েক লাখ টাকায়। 

বাংলাদেশের পুরুষ ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে সফল নন। এরপরও ঘরোয়া পর্যায়ে অনেক অর্থকড়ি পান। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ঘরোয়া ফুটবলের বাজারদর একেবারেই গড়পড়তা। ৫০-৭০ লাখ টাকা হাঁকানো ফুটবলারকে খেলতে হচ্ছে মাত্র কয়েক লাখ টাকায়। 

রাজনৈতিক পরিবর্তনের পর অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের নতুন পথচলায় ফুটবলকে এক নম্বর দেখতে চান অধিনায়ক জামাল ভূইয়া, ‘ফুটবল একটু নিচে চলে গেছে। আমি চাই ফুটবল সব সময় এগিয়ে থাকবে। এই দেশে ক্রিকেট আছে, আরচ্যারি, রানিং আছে, আমি চাই ফুটবল এক নম্বর থাকবে।’

জামাল ভূইয়া গত মৌসুমে নানা নাটকীয়তার পর আবাহনীতে এসেছিলেন। এবারও আবাহনীতে খেলার কথা ছিল। শেষ পর্যন্ত আর কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। জাতীয় দলের রিপোর্টিংয়ে অবশ্য নিজের এই বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ দেননি অধিনায়ক।

জামালের বেড়ে উঠা ইউরোপে। ফুটবল মৌসুম শেষে জামাল ইউরোপ চলে যান। এবারও তিনি ডেনমার্ক-জার্মানিতে সময় কাটিয়েছেন। তবে ছাত্র আন্দোলনের সময় তিনি অনেক বার্তা দিয়েছেন। সেই সম্পর্কে তিনি বলেন, ‘যখন শুরু হয় তখন আমি জার্মানিতে ছিলাম। ইউরো চলছিল আমি কাজ করছিলাম। আমার কাজিনরা দেশে (বাংলাদেশ) ছিল বলছিল তুমি কিছু বলো। আমার কাজিনের ফ্রেন্ডও মারা গেছে। তাদের কাছে পুরো বিষয়টি শোনার পর আমি বলেছি।’

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও চাপের মুখে। সিনিয়র সহ-সভাপতি পদত্যাগ করেছেন। আরো অনেকেই ফেডারেশনে আসছেন না। জামাল ভূইয়া ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও কথা বলেননি, ‘এবার আমি সভাপতির সঙ্গে আলাপ করি নাই। আপনার (প্রশ্নকর্তার) নিউজে দেখলাম। একটু ফলো করলাম। দেশে অনেক পরিবর্তন হয়েছে। সভাপতি ক্যাম্পে আসবে তখন আলাপ করব।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাই শেষ হয়েছিল জুনে। তিন মাস পর আবার জাতীয় দলের ক্যাম্প। মাঝে ঘরোয়া লিগও ছিল না। দীর্ঘ সময় ফুটবলের বাইরে। ফিটনেস নিয়ে অধিনায়কের বক্তব্য, ‘কোচ আমাদের কিছু প্রোগ্রাম দিয়েছিল। সে সব সময় খোজ রাখতো কি খেয়েছি, করছি। সেটা প্রমাণ দেখাত হতো। প্রথম দিকে রিদমে একটু সমস্যা হতে পারে পরে ঠিক হয়ে যাবে।’

সেপ্টেম্বর উইন্ডোতে ভূটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ। ভূটান খুব বড় কোনো দল নেই। এই দলের বিপক্ষে খেলে বাংলাদেশের উন্নতি কতটুকু হবে প্রশ্নসাধ্য। এ নিয়ে অধিনায়কের মন্তব্য, ‘বাংলাদেশ দল ভালো। ফেডারেশন ভূটানের সঙ্গে ঠিক করেছে খেলা। আমাদের সেই চ্যালেঞ্জ নিতে হবে। আমরা ছয় পয়েন্টই নিয়ে র‌্যাংকিং ভালো করতে চাই।’

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরির বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। হামজার সঙ্গে জামালের সরাসরি কখনো কথা না হলেও তার খোজ রাখেন বলে মন্তব্য করেছেন, ‘আমার ফরমার টিমেমট তার সঙ্গে খেলে। আমার সঙ্গে কখনো কথা হয়নি।’

সিনিয়র জাতীয় দল যখন রিপোর্টিং করছে এর কিছুক্ষণ আগে অনূর্ধ্ব-২০ দল ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে জুনিয়ররা সেই আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি খেলা দেখলাম। ভালোই খেলছে। চ্যাম্পিয়ন হতে পারবে।’

আগামীকাল থেকে জামাল ভূইয়ারা অনুশীলন শুরু করবেন। অনূর্ধ্ব-২০ এবং বসুন্ধরা কিংসের ফুটবলাররা পরবর্তীতে যোগ দেবেন। থিম্পুতে দু’টি প্রীতি ম্যাচ খেলার জন্য ৩০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এজেড/এইচজেএস 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *