নতুন মৌসুম শুরুর আগে উয়েফা সুপার লিগের ম্যাচে আজ (বুধবার) রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিনিসিয়ুস-এমবাপেদের প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা। শিরোপার লড়াইয়ে নামার আগে ছিটকে গেছেন দলটির তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। বাঁ পায়ের ইনজুরির কারণে প্রায় এক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে।
নতুন মৌসুম শুরুর আগে উয়েফা সুপার লিগের ম্যাচে আজ (বুধবার) রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিনিসিয়ুস-এমবাপেদের প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা। শিরোপার লড়াইয়ে নামার আগে ছিটকে গেছেন দলটির তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। বাঁ পায়ের ইনজুরির কারণে প্রায় এক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে।
গতকাল (মঙ্গলবার) অনুশীলনে পায়ের হাঁটুতে চোট পাওয়ার পর দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ (বুধবার)। ফরাসি তারকার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। যা থেকে সেরে উঠতে ৬-৭ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে ‘মার্কা’সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। অর্থাৎ মৌসুমের শুরুর দিকে তাকে পাচ্ছে না রিয়াল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কামাভিঙ্গার চোট পেয়ে পড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। অনুশীলনে কামাভিঙ্গা তার স্বদেশি সতীর্থ অঁরেলিয়ে শুয়ামেনিকে কাটিয়ে ড্রিবল করার চেষ্টা করছিলেন, এ সময় পা পিছলে তিনি অস্বাভাবিকভাবে মাটিতে পড়ে যান। ব্যথায় তিনি চিৎকার ও কাতরাতে থাকেন, এ সময় কামাভিঙ্গাকে সান্ত্বনা দেন রিয়াল সতীর্থরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ২১ বছর বয়সী মিডফিল্ডারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
কামাভিঙ্গা কেবল আজ রাতের উয়েফা সুপার লিগের ফাইনালই নয়, মৌসুমের বেশ কিছু মিস করতে যাচ্ছেন। যা আনচেলত্তির জন্য বড় ধরনের ক্ষতি। তিনি নিজেও হতাশা লুকিয়ে রাখেননি কামাভিঙ্গার চোট পাওয়ার দৃশ্য দেখে। তার হাতে থাকা স্টপওয়াচ ছুড়ে মারেন মাটিতে, যেন বুঝতে পারছিলেন নিজের গুরুত্বপূর্ণ তারকাকে লম্বা সময়ের জন্য হারাতে যাচ্ছেন!
সুপার লিগের ফাইনালে আজ রাত ১টায় পোল্যান্ডের ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে রিয়াল-আতালান্তা শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের। আগের মৌসুমে লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবল জিতেছিল। আজ সুপার কাপ জিতলেই ষোলকলা পূর্ণ হবে রিয়ালের। এমবাপেও নিশ্চয়ই নিজের অভিষেক ম্যাচকে জয়ে রাঙাতে চাইবেন। সঙ্গে আছেন রিয়ালের জার্সিতে দুর্দান্ত মৌসুম কাটানো ভিনিসিয়ুস জুনিয়র ও জ্যুড বেলিংহ্যামের মতো তারকারা।
এএইচএস