ফরিদপুর জেলা আ. লীগের সভাপতি-সম্পাদকের বাসভবন ভাঙচুর

ফরিদপুর জেলা আ. লীগের সভাপতি-সম্পাদকের বাসভবন ভাঙচুর

ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খানের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খানের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর শোনার সঙ্গে সঙ্গে উল্লাসের নগরে পরিণত হয় ফরিদপুর। সোমবার বিকেল ৩টার দিকে উল্লসিত জনতা রাস্তায় নেমে আসে।

রাস্তায় ছাত্র-জনতার সঙ্গে নেমে আসে অভিভাবকরাও। অনেক মায়েকে দেখা যায় শিশুকে কোলে নিয়ে মিছিলে যোগ দিতে। একপর্যায়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও মিছিলের সংখ্যা বাড়তেই থাকে।

মিছিলকারীরা ‘হৈহৈ রৈরৈ শেখ হাসিনা গেলি কই’, ‘এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল’, ‘স্বৈরাচার নিপাত গেছে, গণতন্ত্র মুক্তি পাইছে’, ‘পালাইছিরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’, ‘একাত্তরের বিজয় দেখিনি, চব্বিশের বিজয় দেখলাম।’-প্রভৃতি স্লোগান দেন। সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুন্সিবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি পুলিশ বক্স ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে পথ আটকে দেয়। এরপর আন্দোলনকারীরা মুন্সিবাজার থেকে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এসে সমবেত হন।

শেখ হাসিনার পতনের খবর শোনার পর ভাঙ্গা রাস্তার মোড় থেকে আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়েন এবং মিছিল শুরু করেন। মিছিল নিয়ে তারা শহরের জনতা ব্যাংকের মোড় সমবেত হয়। ওই মোড়ে কিছুক্ষণ উল্লাস প্রকাশ করে জনতা ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়।

ওই সময় শহরের টেপাখোলা, চুনাঘাটা, চরকমলাপুর, পূর্বখাবাসপুরসহ শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে। পরে মিছিলকারীদের একটি অংশ ফরিদপুর প্রেসক্লাব হয়ে হাসিবুল হাসান লাবলু সড়ক দিয়ে আলীপুরের দিকে এগোতে থাকে। ওই মিছিল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আবার ভাঙচুর করা হয়।

পাশাপাশি শহরে মোটরসাইকেল নিয়ে আনন্দমিছিল বের হয়। প্রতিটি মিছিলে মিছিলকারীদের জাতীয় পতাকা বহন করতে দেখা যায়। এ ছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়, ছাত্রলীগের কার্যালয়, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

জহির হোসেন/এমজেইউ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *