নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মধ্যরাতে মৃত ঘোষণা করেন।
শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু গার্মেন্টস থেকে বাসায় ফিরছিলেন। তারা এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০ জন শামীমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে তারা বিজয় ও শামীমকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। রক্তাক্ত জখম অবস্থায় শামীম মাটিতে পড়ে গেলে তারা পালিয়ে যায়। পরে শামীমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ