দালাল ও বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড ছাড়াই মালদ্বীপ গিয়েছিলেন অনেক কর্মী। এর ফলে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে এসব প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপের মাধ্যমে স্মার্ট কার্ড নিয়ে সেই সুবিধা পেতে পারেন বলে জানিয়েছেন মালদ্বীপ হাইকমিশন শ্রম কাউন্সিলর মো. সোহেল। এ ঘোষণায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।
দালাল ও বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড ছাড়াই মালদ্বীপ গিয়েছিলেন অনেক কর্মী। এর ফলে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে এসব প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপের মাধ্যমে স্মার্ট কার্ড নিয়ে সেই সুবিধা পেতে পারেন বলে জানিয়েছেন মালদ্বীপ হাইকমিশন শ্রম কাউন্সিলর মো. সোহেল। এ ঘোষণায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।
জীবিকার তাগিদে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে পাড়ি জমান লাখ লাখ শ্রমজীবী মানুষ। এ তালিকায় রয়েছেন বহু বাংলাদেশি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। অথচ অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শিকার হলে আইনি সহযোগিতা নিতে বেগ পেতে হয় তাদের। এমনকি প্রবাসে মৃত্যু হলে মরদেহ দেশে পাঠাতে অন্যদের কাছ থেকে চাঁদা তুলতে হয়।
এর পরিপ্রেক্ষিতে বৈধভাবে বিদেশে ভ্রমণ করা মৃত ব্যক্তির জন্য তিন লাখ টাকার আর্থিক অনুদান এবং তার কর্মস্থল থেকে বকেয়া বেতন উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজ করার কথা জানিয়েছে মালদ্বীপ হাইকমিশন। এজন্য প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপের মাধ্যমে স্মার্ট কার্ড গ্রহণের আহ্বান জানিয়েছেন মিশনের শ্রম কাউন্সেলর শ্রম মো. সোহেল পারভেজ।
এদিকে হাইকমিশনের ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্য দিয়ে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড ছাড়া কর্মীদের বিদেশে যাওয়ার চেষ্টা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএসএইচ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।