চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচে ফিরতে হলে আজ সকালে অলৌকিক কিছু করতে হতো টাইগারদের। কিন্তু নূন্যতম সম্ভাবনাটুকুও জাগাতে পারলেন না বাংলাদেশি বোলাররা। তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশ।
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচে ফিরতে হলে আজ সকালে অলৌকিক কিছু করতে হতো টাইগারদের। কিন্তু নূন্যতম সম্ভাবনাটুকুও জাগাতে পারলেন না বাংলাদেশি বোলাররা। তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে ভারত। ৮৬ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার ঋষভ পান্তের সংগ্রহ ৮২ রান। এখনও ৭ উইকেট হাতে নিয়ে ভারতের লিড ৪৭২ রানের।
৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজন সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।
এরপর হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্তও। ৮৮ বলে মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুই ব্যাটারই আক্রমণাত্মক খেলে সেঞ্চুরির পথে এগোচ্ছেন।
এইচজেএস