প্রকল্প নেওয়ার আগে জনগণের মতামত নিতে হবে ইসিকে

প্রকল্প নেওয়ার আগে জনগণের মতামত নিতে হবে ইসিকে

প্রকল্প নেওয়ার আগে সাধারণ জনগণের মতামত নিতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। 

ইসি সচিব শফিউল আজিমকে সম্প্রতি পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ইসি সচিব পরবর্তীতে সংস্থাটির অতিরিক্ত সচিবকে পরিকল্পনা কমিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলেছেন।

পরিকল্পনা কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প/কর্মসূচি গ্রহণ ও প্রণয়ন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণকল্পে বিনিয়োগ প্রকল্প বা কর্মসূচির প্রস্তাব (ডিপিপি) উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে প্রেরণের পূর্বে সর্বসাধারণের মতামত গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রকল্প বা কর্মসূচি সম্পর্কে মতামত প্রদানের সুবিধার্থে প্রকল্প বা কর্মসূচির প্রাথমিক তথ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যথা সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে), প্রকল্প গ্রহণের পটভূমি বা যৌক্তিকতা, প্রকল্প এলাকা, আর্থিক ও অর্থনৈতিক সম্ভাব্য ফলাফল, পরিবেশ ও সামাজিক প্রভাব, দুর্যোগের ঝুঁকি ও ঝুঁকি প্রশমন পরিকল্পনা, প্রযোজ্য ক্ষেত্রে গ্রীন এ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট নির্দেশক সংবলিত অংশ উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 

ওয়েবসাইটে প্রকাশের পর মতামত প্রদানের জন্য অন্যূন দুই সপ্তাহ সময় দিতে হবে। মতামত প্রদানের জন্য মন্ত্রণালয় বা বিভাগের আইসিটি সেল কর্তৃক একটি কমেন্ট বক্স তৈরি করতে হবে। মতামত পাওয়ার পর উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক বিস্তারিত পর্যালোচনান্তে প্রয়োজনীয় সংযোজন বা বিয়োজন ও পরিমার্জনপূর্বক ডিপিপি চূড়ান্ত করে অনুমোদন প্রক্রিয়াকরণের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন বর্তমানে ইলেকট্রনিক ভোটিং মেশিন, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রকল্পসহ কয়েকটি প্রকল্প চলমান রেখেছে। এছাড়া বিভিন্ন সময় প্রশিক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করে থাকে সংস্থাটি।

এসআর/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *