পিরোজপুরের ইন্দুরকানিতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ অগাস্ট) উপজেলার বালিপাড়া ইউনিয়নের থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
পিরোজপুরের ইন্দুরকানিতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ অগাস্ট) উপজেলার বালিপাড়া ইউনিয়নের থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র দেখতে পান আব্বাস হাওলাদার নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে।
এ বিষয় সেনাবাহিনীর ক্যাপটেন মারুফ হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে এয়ারগানটি থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান বলেন, সেনাবাহিনীর সদস্যরা একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্রটি ডাকাতির উদ্দেশ্যে ব্যাবহার করা হতো। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে গতকাল রাতে এয়ারগানটি ডাকাতরা রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যেতে পারে।
প্রতিনিধি/এসএমডব্লিউ