পিরোজপুরে দিনভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

পিরোজপুরে দিনভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

উত্তাল বঙ্গোপসাগর, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি, সেইসঙ্গে বইছে ঝড়ো হাওয়া। এ অবস্থায় চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই পিরোজপুরে দিনভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে জেলাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন জেলার মানুষ।

উত্তাল বঙ্গোপসাগর, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি, সেইসঙ্গে বইছে ঝড়ো হাওয়া। এ অবস্থায় চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই পিরোজপুরে দিনভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে জেলাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন জেলার মানুষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে টানা ভারী বর্ষণে জেলাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

জেলা শহরের সিআই পাড়া, বলাকা ক্লাব সড়ক, মধ্যে রাস্তা, উকিলপাড়া, আদর্শ পাড়া, কাপড়িয়া পট্টিসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে ভারী বর্ষণে বেশিরভাগ শাখা সড়ক, দোকানপাট ও তুলনামূলক নিচু বাড়িঘরে পানি উঠে গেছে।

মানুষের চলাফেরা ও যান চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না বাড়ির বাইরে। এতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। কোনো কাজ করতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

পৌর এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক ইব্রাহিম শেখ বলেন, সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। আমার হাঁপানির সমস্যা আছে বৃষ্টিতে ভিজে গাড়ি চালাতে পারি না। পরিবারে চারজন মানুষের খাবার যোগাড় করতে হয়। যে অবস্থা কীভাবে পরিবারের খাবার জোগাড় করব আর দুইটা কিস্তি আছে কীভাবে ওই কিস্তি দেব জানি না।

ফল বিক্রেতা জসিম উদ্দিন মোল্লা বলেন, বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হয় না। তাই বেচাকেনাও কম হয়। আজ সারাদিন বৃষ্টি হওয়ায় তেমন কোন আয়ই করতে পারি নাই।

এদিকে ভারি বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় ডুবে গেছে ফসলি জমি। টানা বৃষ্টিপাতের কারণে নিচু জায়গাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার ৭ উপজেলার অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষজনকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে বৃষ্টির কারণে নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে।

শাফিউল মিল্লাত/এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *