শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশব্যাপী শুরু হয় প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ আর অপসারণ প্রক্রিয়া। যার প্রভাবে একে একে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেও পদত্যাগ করছেন আওয়ামীপন্থি চিকিৎসক-কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আগেভাগেই পারিবারিক সমস্যা দেখিয়ে নিজের অব্যাহতি চেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. টিটো মিয়া।
শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশব্যাপী শুরু হয় প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ আর অপসারণ প্রক্রিয়া। যার প্রভাবে একে একে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেও পদত্যাগ করছেন আওয়ামীপন্থি চিকিৎসক-কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আগেভাগেই পারিবারিক সমস্যা দেখিয়ে নিজের অব্যাহতি চেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. টিটো মিয়া।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টকে অধ্যাপক ডা. টিটো মিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার আর চাকরির মেয়াদ আছে কয়েকমাস। আগামী বছর ২৮ ফেব্রুয়ারি আমার শেষ কর্মদিবস। তাই ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অব্যাহতির আবেদন করেছি।
এর আগে ২০২২ সালের ২৯ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান ডা. টিটো মিয়া। তারও আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
তারও আগে টিটো মিয়া মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্বরত ছিলেন। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বিসিপিএস’র নির্বাচিত কাউন্সিলর।
এছাড়া টিটো মিয়া ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি ২০১৫-২০১৭ সালে মেডিসিন সোসাইটির সাবেক মহাসচিব (স্বাচিপ মনোনীত) ছিলেন।
টিআই/এমএ