পর্তুগালে এক বছরে নিয়মিত হয়েছেন ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি

পর্তুগালে এক বছরে নিয়মিত হয়েছেন ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি

পর্তুগালে এক বছরে ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি নিয়মিত হয়েছেন বা দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। যা এশিয়া মহাদেশের দেশগুলোর দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে রয়েছে ভারত, যাদের ১২ হাজার ১৮৫ জন নাগরিক নিয়মিত হয়েছেন। 

পর্তুগালে এক বছরে ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি নিয়মিত হয়েছেন বা দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। যা এশিয়া মহাদেশের দেশগুলোর দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম অবস্থানে রয়েছে ভারত, যাদের ১২ হাজার ১৮৫ জন নাগরিক নিয়মিত হয়েছেন। 

২০২৩ সালের অভিবাসন রিপোর্টে দেখা যায়, পর্তুগালে বর্তমানে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন, যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি। ২০২২ সালের তুলনায় সেখানে বিদেশি নাগরিকদের নিয়মিত হওয়া বেড়েছে ৩৩.৭১ শতাংশ।

পর্তুগালের অভিবাসন সংস্থার রিপোর্টে আরো জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩৯৫ জন এবং নারী পাঁচ হাজার ২৭১ জন। 

গত বছর দেশটিতে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট কার্ড পেয়েছে ব্রাজিলের নাগরিকরা। দেশটির এক লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক নিয়মিত হয়েছেন। বিশ্বের সবগুলো দেশের হিসেবে বলা যায় বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে ইতালি, নেপাল, যুক্তরাজ্য। 

পর্তুগালে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের সংখ্যা এখনো নেহাত কম নয় ধারণা করা হচ্ছে। দেশটির অভিবাসন সংস্থা আইমা’র আবেদন প্রসেস সম্পন্নের দীর্ঘ সুত্রিতার কারণে প্রায় আরও ২০ হাজারের বেশি বাংলাদেশি অপেক্ষমাণ রয়েছেন। 

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *