নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরেই দল থেকে অন্তত এক ম্যাচের জন্য ভারত দল থেকে বিরতি নেয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ। সেখানেই প্রথম ম্যাচে না থাকার সম্ভাবনা জানিয়েছেন রোহিত। রোববারই সংবাদ সম্মেলন থেকে জানালেন এমন তথ্য।
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরেই দল থেকে অন্তত এক ম্যাচের জন্য ভারত দল থেকে বিরতি নেয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ। সেখানেই প্রথম ম্যাচে না থাকার সম্ভাবনা জানিয়েছেন রোহিত। রোববারই সংবাদ সম্মেলন থেকে জানালেন এমন তথ্য।
নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে হারের পর রোহিত জানিয়েছেন, ব্যক্তিগত কারণে হয়তো প্রথম টেস্টে খেলতে পারবেন না। ভারতীয় গণমাধ্যমের সূত্রে, স্ত্রী রিতিকা এবং রোহিত শর্মা তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায়। তাই প্রথম টেস্টে থাকতে পারবেন না। যদি না খেলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি ভারতের টেস্ট অধিনায়ক, ‘এখনও পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।’
অতীতে বিরাট কোহলিকেও দেখা গিয়েছিল দ্বিতীয় সন্তান জন্মের সময় অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে। তিন বছর আগে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম টেস্ট খেলার পর ফিরে এসেছিলেন কোহলি। বাকি তিনটি টেস্টে খেলেননি। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারত অবশ্য সেই সিরিজ জিতেছিল।
রোহিত খেলতে না পারলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রীত বুমরা। এর আগেও বিদেশের মাটিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। দু’বছর আগে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক ছিলেন বুমরা।
তবে প্রথম একাদশে রোহিতের জায়গায় কে খেলবেন তা নিয়ে বেশ একটা লড়াই হতে পারে। এক্ষেত্রে অবশ্য অভিমন্যু ঈশ্বরণের সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘এ’ দলের হয়ে প্রথম টেস্টে ভাল খেলতে পারেননি তিনি। দুই ইনিংসে যথাক্রমে ৭ এবং ১২ রান করেছেন। তবে এই মওসুমে লাল বলের ক্রিকেটে ছন্দে রয়েছেন ঈশ্বরণ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ২২ নভেম্বর থেকে পার্থে। এই সিরিজটা ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্তত চার টেস্টে জয় না পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে ভারত। এমন গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে রোহিতকে না পাওয়া ভারতের জন্য বেশ বড় এক মিস।
জেএ