পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল্লাহিল আজম। তিনি এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল্লাহিল আজম। তিনি এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজমকে তার নামের পাশে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপর এক আদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
টিআই/এমএ