পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি আটক

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি আটক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নীলফামারী ৫৬ বিজিবির ব্যাটালিয়নের সদস্যদের হাতে শ্রী দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশি আটক হয়েছেন।

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নীলফামারী ৫৬ বিজিবির ব্যাটালিয়নের সদস্যদের হাতে শ্রী দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশি আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আটক শ্রী দসরথ সরকার মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে সীমান্তে শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালান। এ সময় টহল দল অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা দসরথকে আটক করে। পরে তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পঞ্চগড়ের শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে প্রচুর বৃষ্টির মধ্যে কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় দসরথকে আটক করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যান। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তারা কয়েকজন স্বেচ্ছায় ভারতে থাকা তার ফুপু শ্বাশুড়ির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, আমাদের ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে প্রবেশ প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের আটকের কার্যক্রম অব্যাহত আছে।

এসকে দোয়েল/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *