নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে

নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাওজিয়া মোসলেম।

নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাওজিয়া মোসলেম।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, সিডও সনদের মূল ভিত্তি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা। সিডও সনদের ধারা ২ এর উপর বাংলাদেশ সরকারের এখনো সংরক্ষণ বহাল থাকায় প্রকৃত সমতা নিশ্চিত হচ্ছে না। এক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকা জরুরি এবং দায়বদ্ধতা পালনে রাষ্ট্র কী পদক্ষেপ গ্রহণ করছে তা পর্যবেক্ষণ করা জরুরি।

তিনি বলেন, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদনের জন্য চলমান সামাজিক আন্দোলনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী আন্দোলনকে  সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কর্মসূচি গ্রহণ করতে হবে। এই কাজে তরুণদের এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাকশন এইডের নুরুন নাহার বেগম, নাগরিক উদ্যোগের মাহবুব আক্তার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শাহিদা পারভীন শিখা, স্টেপস টুওয়ার্স ডেভলপমেন্ট এর সাহিদা ফেরদৌস মুন্নী, জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসী সুলতানাসহ অনেকে।

ওএফএ/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *