চট্টগ্রামের আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে নাতনিকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো নানীর বিরুদ্ধে। এতে ১৩ বছর বয়সী ওই কিশোরীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
চট্টগ্রামের আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে নাতনিকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো নানীর বিরুদ্ধে। এতে ১৩ বছর বয়সী ওই কিশোরীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।
ছোট বেলায় মা-বাবার মৃত্যু হওয়ায় আহত ওই কিশোরী নানা ইয়ার মাহমুদের কাছে থাকতেন। বর্তমানে ওই কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত মেয়েটির মামা মো. আজিজ জানান, আমার ভাগ্নি সন্ধ্যার আগে বাড়ির উঠানে কয়েকজন শিশু নিয়ে খেলছিল। ওই সময় আমার এক চাচি সাহারা খাতুনকে মুরুব্বি মুরুব্বি বলে দুষ্টুমি করে। এতে ভাগ্নিকে গরম পানি ঢেলে দেন তিনি। গরম পানিতে পুরো শরীর ঝলসে গেলেও কাউকে ধরতে মানা করেন ওই চাচি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএমএন/এসএসএইচ