ভারী বর্ষণের কারণে নাটোরের লালপুরে রেললাইন দেবে যাওয়ার ঘটনা ঘটেছে।
ভারী বর্ষণের কারণে নাটোরের লালপুরে রেললাইন দেবে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লালপুরের আব্দুলপুর এবং আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে প্রায় পাঁচ ঘণ্টা ক্ষতিগ্রস্ত লাইনটি দিয়ে রেল চলাচল বন্ধ রাখা হয়। এরপর অপর একটি লাইন (ডাউন লাইন) দিয়ে ট্রেন চলাচল শুরু করে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে এ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জানা যায় যে ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইনের এক অংশে দেবে গেছে। এরপরেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে লাইনটি মেরামতে কাজ শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে লাইনটি দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগ পর্যন্ত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করেছে বলে জানান তিনি।
গোলাম রাব্বানী/এফআরএস