ভারতের মাঠে প্রথমবার টেস্টে ৫০ পেরুনো জুটি, আগের ইনিংসে ছন্নছাড়া ব্যাটিংয়ের পরিবর্তে কিছুটা আগ্রাসী বাংলাদেশ। ৫১৫ রানের চেন্নাই টেস্টের চতুর্থ ইনিংসে খেলতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসের তুলনায় ইতিবাচক ক্রিকেট উপহার দিয়েছে– তা অনেকটাই পরিস্কার। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হেম্পও কথা বললেন সেই ব্যাটিং নিয়েই।
ভারতের মাঠে প্রথমবার টেস্টে ৫০ পেরুনো জুটি, আগের ইনিংসে ছন্নছাড়া ব্যাটিংয়ের পরিবর্তে কিছুটা আগ্রাসী বাংলাদেশ। ৫১৫ রানের চেন্নাই টেস্টের চতুর্থ ইনিংসে খেলতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসের তুলনায় ইতিবাচক ক্রিকেট উপহার দিয়েছে– তা অনেকটাই পরিস্কার। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হেম্পও কথা বললেন সেই ব্যাটিং নিয়েই।
ওপেনার জাকির এবং সাদমানের ৬২ রানের জুটি যেমন দর্শকদের চোখ ভরিয়েছে, তেমনি হয়েছে রেকর্ডও। দলের দুই ওপেনারের খেলার ধরণ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, ‘আসলে ভারতের বোলাররা শুরুতে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। স্টাম্পে আঘাত করেছিল। যার ফলে হয়ত আমাদের ছেলেরা টিকতে পারছিল না। দ্বিতীয় ইনিংসে যে ভিন্ন ব্যাপারটা ঘটেছে আমাদের ছেলেরা উইকেটে সেট হতে পেরেছে, সময় কাটিয়ে বল খেলতে পেরেছে।’
কেন এমন সেটাও খোলাসা করেছেন তিনি, ‘যেহেতু বোলাররা স্টাম্পে বারবার আঘাত করে যাচ্ছিল তার ফলে নতুন ব্যাটারের এসে খেলাটা কঠিন ছিল। ভারতের বোলাররা সেটার পুরস্কারও পেয়েছে।’
তবে দলের ব্যাটারদের মাইন্ডসেটে পরিবর্তন আসেনি সেটাও স্পষ্ট করেছে, ‘মাইন্ডসেটের ব্যাপারে আসলে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমাদের লক্ষ্য ছিল রান করা। ব্যাপারটি হচ্ছে শুরুর দিকে আমাদের প্লেয়াররা অনেক বেশি চ্যালেঞ্জে পড়েছে স্টাম্পের বলে। এখানে বড় পার্থক্য ছিল আমার মনে হয়। দারুণ কোয়ালিটি বোলিংয়ের বিরুদ্ধে খেলতে হয়েছে বিশেষ করে যারা কিনা ঘরের মাঠে দুর্দান্ত। ফলে এসব ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে। এর মধ্যে দিয়েই আমাদের রান করার চেষ্টা করতে হবে। নিজের শক্তিতে আস্থা রেখে এগিয়ে যেতে হবে।’
ভারতের মত এমন শক্তিশালী দলের বিপক্ষেও অবশ্য নিজেদের সেরা সুযোগ খুঁজে নিতে চান হেম্প, ‘১৭টি টেস্ট ভারত জিতেছে মনে হয় ঘরের মাঠে। আসলে পুরো বিশ্বেই তারা টেস্ট ম্যাচ জিতে থাকে তবে বিশেষ করে ঘরের মাঠে তারা দারুণ। বেশ আত্মবিশ্বাসী থাকে। আমরা যা কথা বলেছি তা হচ্ছে, নিজের শক্তির বিষয়গুলো বুঝতে পারা, সুযোগ আসলে তা লুফে নেওয়ার চেষ্টা করা। এমন পরিস্থিতিতে চাপ সামলে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
এসএইচ/জেএ