দল নির্বাচনে এআইয়ের সাহায্য নেবে পাকিস্তান

দল নির্বাচনে এআইয়ের সাহায্য নেবে পাকিস্তান

মাঠের বাইরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের ভরাডুবি হয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে সদ্যই রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। খারাপ সময় কাটিয়ে সঠিক পথে ফিরতে এবার প্রযুক্তির ওপর জোর দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মাঠের বাইরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের ভরাডুবি হয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে সদ্যই রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। খারাপ সময় কাটিয়ে সঠিক পথে ফিরতে এবার প্রযুক্তির ওপর জোর দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন দল নির্বাচন করতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেস বা এআইয়ের ব্যবহার করতে চান। বিশেষ করে ক্রিকেটারদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্লেষণেও এআইয়ের ব্যবহার করার কথা ভাবছেন পাকিস্তানের ক্রিকেটের অবিভাবক।

তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘সমস্যা হচ্ছে নির্বাচক কমিটির কাছে এমন কোনো পুল নেই যেখান থেকে তারা প্লেয়ার বেছে নিতে পারবেন। আমাদের সমস্যাগুলো মেটাতে হবে। কিন্তু আমরা যখন সেটাকে মেটাতে চাইছি তখন দেখছি আমাদের কাছে সব প্লেয়ারের তথ্য নেই। এটার জন্য আমাদের কিছু টুল লাগবে।’

মহসিন নাকভি জানিয়েছেন তাদের কাছে সর্বোচ্চ ১৫০জন ক্রিকেটারের তথ্য রয়েছে। এর মধ্যে থেকেই বিভিন্ন দলের জন্য ক্রিকেটার বাছাই করতে হয়। অনেক সময়ই প্রতিভা থাকা স্বত্বেও নির্বাচকদের নজর এড়িয়ে যান অনেকে। এই সমস্যা কাটিয়ে উঠতেই প্রযুক্তির ব্যবহার করতে চান তিনি।

তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কিছু প্লেয়ার আছেন যাদের কোনও রেকর্ড নেই আমাদের কাছে। আমাদের কাছে ১৫০ জন প্লেয়ারের তথ্য আছে। আমরা কোনো প্লেয়ারকে বাদ দিতে ততক্ষণ পারব না যতক্ষণ আমাদের কাছে তার বিকল্প প্লেয়ার থাকছে।’

‘যেই ১৫০ জন প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে থেকে ৮০% বেছে নেবে AI আর বাকিটা নির্বাচকরা। যদি কোনো মানুষ পরিবর্তন করে তাহলে প্রশ্ন উঠবে। কিন্তু এআই করে পুরো তথ্য দেখে, বিচার করে প্লেয়ার বাছবে।’-যোগ করেন তিনি।

এইচজেএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *