ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জাহিদুল হক শুভ (২৫) নামের এক নেতাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জাহিদুল হক শুভ (২৫) নামের এক নেতাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিদুল হক শুভ আশুগঞ্জ উপজেলার আনিসুল হকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন শুভ। এ নিয়ে ২১ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় শুভর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়ও তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার তালশহর এলাকা থেকে শুভকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাজহারুল করিম অভি/এসএসএইচ