ঢাবিস্থ আড়াইহাজার উপজেলার নেতৃত্বে ইয়াসিন-তাবারক

ঢাবিস্থ আড়াইহাজার উপজেলার নেতৃত্বে ইয়াসিন-তাবারক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ’ (ডুসাউ)-এর ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. তাবারক হোসেন। আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ’ (ডুসাউ)-এর ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. তাবারক হোসেন। আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সংগঠনের সদ্য সাবেক সভাপতি যোবায়ের আহমেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষার এবং হায়দার আলীর স্বাক্ষরিত বিবৃতিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় ডুসাউ এর উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ভূমি) সাকিব হাসান খান নাহিদ উপস্থিত ছিলেন। 

নবনির্বাচিত সভাপতি মো. ইয়াসিন আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. তাবারক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উপজেলা সংগঠন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বাত্মক সহযোগিতা করবে। 

সাধারণ সম্পাদক মো. তাবারক হোসেন বলেন, আমাদের এই ছাত্র সংসদ সবাইকে সাথে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা, ক্যারিয়ার গাইডেন্স, শিক্ষামূলক কর্মশালা ও পাঠচক্র আয়োজন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম গ্রহণ করবে যাতে আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে পারে সেজন্য আমরা কর্মসূচি গ্রহণ করব।

কেএইচ/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *