ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ

ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ

চলতি বছর (২০২৪) আট মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮-এর ১১তম শীর্ষ সম্মেলন বসবে মিসরে। এখনও সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ প্রকাশ হয়নি। তবে সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিসর।

চলতি বছর (২০২৪) আট মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮-এর ১১তম শীর্ষ সম্মেলন বসবে মিসরে। এখনও সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ প্রকাশ হয়নি। তবে সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিসর।

বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান মিসরের রাষ্ট্রদূত মহি আলদিন আহমেদ ফাহমি। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

চলতি বছর ডি-৮ এর ৪৮তম কমিশন, ২১তম মন্ত্রীদের কাউন্সিল মিটিং এবং ১১তম শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এখনও সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ প্রকাশ করা হয়নি। এ ছাড়া, প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দিয়েছে কি না, তা নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রদূত সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করেন। চলতি বছর বাংলাদেশ ও মিসরের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর আলোকে দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সহযোগিতার সম্ভাব্য উপায়গুলো অন্বেষণ করার প্রসঙ্গ আসে। তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে প্রসারে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এ ছাড়া, কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল এবং শিপিং খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তারা।

রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণকে বাংলাদেশ যে মানবিক সহায়তা প্রদান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা চলমান সংঘাত সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টায় আরব দেশ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এনআই/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *