ট্রাম্পের দখলে আরেক ব্যাটেলগ্রাউন্ড জর্জিয়া, সম্ভাবনা কমছে কমালার

ট্রাম্পের দখলে আরেক ব্যাটেলগ্রাউন্ড জর্জিয়া, সম্ভাবনা কমছে কমালার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার অন্যতম হচ্ছে এই জর্জিয়া।

এতে করে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের হোয়াইট হাউস দখলের পথ আরও সরু হয়ে গেল। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন, বিবিসি ও আল জাজিরা।

মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র জর্জিয়ায় জয়ী হবেন বলে সিএনএন জানিয়েছে। জর্জিয়ায় ১৬টি ইলেক্টরাল ভোট রয়েছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে কমপক্ষে ২৭০টি ইলেক্টরাল ভোট লাগবে।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেন এই রাজ্যে জয় পেয়েছিলেন এবং এটি তাকে সেসময় হোয়াইট হাউস দখলে সহায়তা করেছিল। মূলত গত প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যে জিতেছিলেন এবং সেটি আবার মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে।

এছাড়া আরেক ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনাতেও ট্রাম্প জয়ী হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত ট্রাম্পের ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬টিতে। আর কমালা হ্যারিসের ইলেক্টরাল ভোটের সংখ্যা রয়েছে ১৮৭টিতে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।

টিএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *