ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজেও ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি ক্রিকেটে সম্ভাব্য অধিনায়কের তালিকাতেও শ্রেয়াশ আইয়ারকে রাখেন অনেকেই। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের শিরোপা জিতিয়েছেন। সাদা বলের ক্রিকেটে তাকে নিয়েই পরিকল্পনা থাকে ভারতের।
ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজেও ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি ক্রিকেটে সম্ভাব্য অধিনায়কের তালিকাতেও শ্রেয়াশ আইয়ারকে রাখেন অনেকেই। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের শিরোপা জিতিয়েছেন। সাদা বলের ক্রিকেটে তাকে নিয়েই পরিকল্পনা থাকে ভারতের।
এমনকি টেস্ট ক্রিকেটেও কদিন আগেও ছিলেন ভারতের পরিকল্পনাতেই। কিন্তু গেল বছর ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি না খেলে নির্বাচকদের রোষের মুখে পড়েছিলেন এই ব্যাটার। এরপর থেকেই টেস্ট ক্রিকেটে অনিয়মিত তিনি। এরইমাঝে ভারত পেয়ে গেছে মিডল অর্ডারে ধ্রুব জুড়েল, সরফরাজ খানদের মতো ব্যাটারদের। ঋষভ পান্তও দেড় বছরের বিরতির পর টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি।
স্বাভাবিকভাবেই শ্রেয়াশ আইয়ারের ফেরার রাস্তা ছিল কেবল দুলিপ ট্রফির মাধ্যমে। কিন্তু আইয়ার ব্যর্থ হয়েছেন সেখানেও। দুলীপ ট্রফিতে চার ইনিংস মিলিয়ে আইয়ারের রান মোটে ১০৪। এমন অবস্থায় তাকে সাদা পোশাকের ক্রিকেটে ফিরিয়ে আনতে নারাজ ভারতের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই আইয়ার। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে বোর্ডার গাভাস্কার সিরিজেও আইয়ার বাদ পড়তে পারেন– এমন খবরই প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম পিটিআই।
বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফকে বলেন, ‘এই মুহূর্তে টেস্ট দলে শ্রেয়াশের জন্য কোনো জায়গা নেই। কার বদলে খেলবে সে? পাশাপাশি দুলীপ থেকে তাকে বিবেচনার একটা সুযোগ ছিল। ক্রিজে সে সেট ছিল, কিন্তু এমন এক শট খেলেছে (বাঁহাতি স্পিনার শামস মুলানির বিপক্ষে)। যখন আপনি ফ্ল্যাট পিচে সেট হয়ে যাবেন, তখন এই সুযোগের ব্যবহার করতে হবে।’
বোর্ডের আরেক মুখপাত্রের ভাষ্য, আরও একও বছর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে আইয়ারের। তবে ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরে তাকে না নেয়ার সম্ভাবনাই বেশি। বোর্ডের ভাষ্য, ‘ইরানি ট্রফির জন্য দলে (মুম্বাই স্কোয়াড) থাকতে পারে শ্রেয়াশ। যদিও বা সে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচিত হয়, সে হয়ত ইরানি ট্রফি খেলবে এবং দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে দলের জন্য বিবেচিত হবে।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলেছেন শ্রেয়াশ আইয়ার। করেছেন ৮১১ রান। নামের পাশে ৫ ফিফটির সঙ্গে আছে ১ সেঞ্চুরি। গড় ৩৬ এর কিছু বেশি।
জেএ