টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার (২৯ অক্টোবার) রাত ১২টায় স্টেশন রোড এলকায় ফায়ার সার্ভিস গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে। তার সঙ্গে থাকা থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়। 

গুরুতর আহত অবস্থায় এক ছিনতাইকারী বর্তমানে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। অপর ছিনতাইকারী শাহিন মিয়া (২২) পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথিমধ্যে ছিনতাইকারীরা তার পথরোধ করে গলা ও থুঁতনিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সব ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় জাফর উল্লাহকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প‌রে হাসপাতা‌লে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আরেক ছিনতাইকারী শাহিনকেও ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।   

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ বলেন, এ ঘটনায় আটক দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অপরজন পুলিশের হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিহাব খান/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *