জার্মানিতে এআইইউবির সাবেক ছাত্রদের মিলনমেলা

জার্মানিতে এআইইউবির সাবেক ছাত্রদের মিলনমেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবির সাবেক ছাত্রদের মিলনমেলা। দিনব্যাপী এ মিলনমেলায় অংশ নেন তিন শতাধিক সাবেক শিক্ষার্থী।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবির সাবেক ছাত্রদের মিলনমেলা। দিনব্যাপী এ মিলনমেলায় অংশ নেন তিন শতাধিক সাবেক শিক্ষার্থী।

ইউরোপে বিভিন্ন স্থানে কর্মরত এবং অধ্যয়নরত বাংলাদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের মিলনমেলা গত ৭ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্টের একটি স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইউরোপের নানা দেশে ছড়িয়ে আছেন এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা। তাদের অনেকেই নামিদামি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তবে একটি পরিচয়ে সবাই একাত্মবোধ করেন, আর তা হলো তারা একসময় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবিতে পড়াশোনা করতেন।

উদ্যোক্তারা এই মিলনমেলার নাম দিয়েছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইউরোপীয় অ্যালামনাই মিট। মিলনমেলায় প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন সাবেক শিক্ষার্থীরা। ক্যাম্পাস জীবনের নানা অম্ল-মধুর স্মৃতিচারণ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদিন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদিন এবং গুগলের প্রথম বাংলাদেশি বিশিষ্ট প্রকৌশলী ও সিনিয়র ডিরেক্টর জাহেদ সবুর।

প্রবাসে মিলনমেলার এ অনুষ্ঠান আয়োজন করার জন্য দীর্ঘ প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন অনেকে। তাদের মধ্যে ছিলেন শোরাব হোসেন, সুজয় পালম, জিকো, দেবজোতি পল, রনি, মুহাম্মদ বাকের, গৌতম সাহা, ফাহিম, ইভান, রায়হান, সৌরভ, রিয়াদ, ওমর ফারুক প্রমুখ।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *