হত্যা ও চাঁদাবাজির দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। একই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারা ফটকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
হত্যা ও চাঁদাবাজির দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। একই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারা ফটকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার ডাগা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন এ আদেশ দেন।
শোন অ্যারেস্ট দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় মাজহারুল ইসলাম সুজনকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ১০ দিনের রিমান্ড আবেদন নাকচ করে কারা ফটকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। পরে বালিয়াডাঙ্গী থানায় মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের হওয়া আরেক চাঁদাবাজির মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুনের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহিদ বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে দুই মামলায় সাবেক এমপি সুজনকে নতুনভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর একটি হত্যা মামলায় যুবলীগ নেতা সমীরকে কারা ফটকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এমপি সুজন ও যুবলীগ নেতা সমীর দত্তকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষ করে দুজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আরিফ হাসান/আরএআর