বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ডাকে জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ডাকে জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে বিজয়নগরের দিকে রওনা হন শিক্ষার্থীরা। এর আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
মিছিলের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ বিজয় নগরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যায়। সেখানে জাতীয় নাগরিক কমিটি এবং অন্যান্য কিছু ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গ ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা বিজয় নগর যেতেই জাতীয় পার্টির নেতা কর্মীরা তাদের উপর হামলে পড়ে। আমাদের ধারণা ওখানে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও আছে। এখনো সেখানে ঝামেলা চলছে।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি দেরিতে তাই এখনো আমাদের সবাই জমায়েত হতে পারেনি। আমরা শিগগিরই একত্র হয়ে বিজয় নগরে যাব এবং জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করে দেব।
এর আগে বেলা সাড়ে ৭টায় এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজু ভাস্কর্য থেকে ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
তবে কিছুক্ষণ পরেই পোস্ট এডিট করে মিছিলের সময় দুই ঘণ্টা পিছিয়ে সাড়ে ৯টা বলেন হাসনাত। পরে আবার এডিট করে মিছিল সাড়ে ৮টায় বের হবে বলে জানান।
এর আগে ৭টার দিকে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’
কেএইচ/এমএসএ