ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান মাহমুদ। স্লটে পেয়ে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান আবদুল্লাহ শফিক, ঠিকমতো টাইমিং না হওয়ায় বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা জাকির হাসান শুন্যে ভেসে বল তালুবন্দি করেন। ১৪ বল খেলে ২ রান করে শফিক বিদায় নেওয়ায় ৩ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। বাংলাদেশকে দ্রুত ব্রেকথ্রু এনে দিলেন হাসান।
ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান মাহমুদ। স্লটে পেয়ে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান আবদুল্লাহ শফিক, ঠিকমতো টাইমিং না হওয়ায় বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা জাকির হাসান শুন্যে ভেসে বল তালুবন্দি করেন। ১৪ বল খেলে ২ রান করে শফিক বিদায় নেওয়ায় ৩ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। বাংলাদেশকে দ্রুত ব্রেকথ্রু এনে দিলেন হাসান।
৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩ রান। উইকেটে আছেন শান মাসুদ ও সায়িম আইয়ুব।
রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি ছিল। বৃষ্টি থামার পরও ঘণ্টা দুয়েক সময় লেগেছে মাঠ খেলার উপযুক্ত করতে। তাতে পিছিয়েছে খেলা শুরুর সময়। বিলম্বে টস হয় স্থানীয় সময় দুপুর ২টায়। খেলা শুরু হয় স্থানীয় সময় আড়াইটায়। আজকের দিনে খেলা হবে ৪৮ ওভার।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘উইকেট আদ্র, যা পেস বোলারদের সহায়তা করবে। পেস ও অলরাউন্ডারদের নিয়ে আমাদের দলীয় কম্বিনেশন বেশ ভালো। এমনকি আমাদের প্রস্তুতিও ভালো। আমরা টেস্ট ম্যাচ কীভাবে খেলতে যাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমি সৌভাগ্যবান, অধিনায়কত্ব উপভোগ করছি এবং এজন্য ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা।’
এইচজেএস