জসীম উদ্দিনই কি হচ্ছেন নতুন পররাষ্ট্রসচিব?

জসীম উদ্দিনই কি হচ্ছেন নতুন পররাষ্ট্রসচিব?

চলতি বছরের ৫ ডিসেম্বর বর্তমান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে। তবে রাজনৈতিক পটপরির্বনের কারণে হয়ত মাসুদ বিন মোমেনকে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হতে পারে। সেক্ষেত্রে মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্রসচিব হতে পারেন চীনে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

চলতি বছরের ৫ ডিসেম্বর বর্তমান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে। তবে রাজনৈতিক পটপরির্বনের কারণে হয়ত মাসুদ বিন মোমেনকে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হতে পারে। সেক্ষেত্রে মাসুদ বিন মোমেনের উত্তরসূরি হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্রসচিব হতে পারেন চীনে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

ইতোমধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সচিব মর্যাদার জ্যৈষ্ঠ কূটনীতিক জসীম উদ্দিনকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক কূটনৈতিক পত্রের মাধ্যমে রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে দ্রুত সদর দপ্তর ঢাকায় ফেরত আসার নির্দেশ দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিক বলেন, বর্তমান পররাষ্ট্রসচিবের মেয়াদ শেষ হবে ডিসেম্বরের শুরুতে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তিনি ওই সময় পর্যন্ত থাকতে পারবেন বা থাকবেন চাইবেন কি না সেটাই প্রশ্ন। তবে এটাতো নিশ্চিত যে নতুন সরকার একে একে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে। এছাড়া বর্তমান পররাষ্ট্রসচিবকে যদি তার মেয়াদ পর্যন্ত রাখা হয় তারপরও পরবর্তী সচিব চূড়ান্ত করার এখনই সময়।

ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দক্ষ কূটনীতিক জসীম উদ্দিনকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে পেশাদার এ কূটনীতিককে চিঠির মাধ্যমে ঢাকায় ফেরত আসার নির্দেশ দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বেইজিংয়ে বর্তমানে ঢাকার হয়ে দূতিয়ালি করা জসিমের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। বেইজিংয়ে আগে কূটনীতিক জসীম উদ্দিন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম গ্রিসেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কর্মজীবনে তিনি নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা রাষ্ট্রদূত জসীম ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর করেছেন।

২০১৪ সালে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি এনডিসি কোর্স সম্পন্ন করেন।

কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনায় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পুরস্কার পায়।

এনআই/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *