‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর বদলগাছীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোবরচাঁপা হাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নওগাঁর বদলগাছীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোবরচাঁপা হাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার মিঠাপুর থেকে একটি মাইক্রোবাস আসছিল। মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শুনতে পান স্থানীয়রা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ধারণা করছেন ওই মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। বিস্ফোরণের পর মাইক্রোবাসটি গোবরচাঁপা হয়ে বদলগাছীর দিকে চলে যায়। এতে কারো কোনো ক্ষতি না হলেও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করেন।

বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার বলেন, আমি শব্দ শুনতে পেয়ে সেখানে যাই। গিয়ে শুনতে পাই দুটো ককটেল বিস্ফোরিত হয়েছে। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে এবং তারা জয় বাংলা স্লোগান দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জয় বাংলা স্লোগান দেওয়াতে আমরা মনে করছি আওয়ামী লীগের দোসরার এখনো আছে এবং জানান দিচ্ছে তারা মাঠে আছে। তাই যারা এ ধরনের অন্যায় কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাই। 

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত তাজা ৬টি ককটেল উদ্ধার করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *