জওয়ানকে আটক করায় বিএসএফের প্রতিবাদ লিপি, জবাব দেয়নি বিজিবি

জওয়ানকে আটক করায় বিএসএফের প্রতিবাদ লিপি, জবাব দেয়নি বিজিবি

অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটকের ৬ ঘণ্টা পর তাকে আবার মুক্তিও দেওয়া হয়।

অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটকের ৬ ঘণ্টা পর তাকে আবার মুক্তিও দেওয়া হয়।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, মঙ্গবার বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এসময় তাকে আটক করা হয়।

অনুপ্রবেশের দায়ে আটক হওয়া জওয়ানের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী উল্টো বিজিবির কাছে প্রতিবাদ জানিয়েছিল। তবে বুধবার রাত পর্যন্ত বিজিবি এই প্রতিবাদের জবাব দেয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটিকে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ঘটনা ঘটেছে। এটি সেগুলোর মধ্যে অন্যতম একটি।

দ্য হিন্দু জানিয়েছে, হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত বিজিবি এবং বিএসএফ সীমান্তে ৭০০ বারের বেশি বৈঠক করেছে।

সূত্র: দ্য হিন্দু

এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *