চ্যাম্পিয়ন্স লিগে কবে কার খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

চ্যাম্পিয়ন্স লিগে কবে কার খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

দলের সংখ্যা বাড়িয়ে নতুন এক ফরম্যাটে ক্লাব ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর বসতে যাচ্ছে। ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো লিগটি হবে ৩৬ দলের অংশগ্রহণে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এবারের আসর শুরু হবে। ইতোমধ্যে পুরো সূচি ঘোষণা করা হয়েছে ইউসিএলের। বিশাল এই সূচির জটিলতা এড়াতে উয়েফা দ্বারস্থ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই)।

দলের সংখ্যা বাড়িয়ে নতুন এক ফরম্যাটে ক্লাব ফুটবলের জনপ্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসর বসতে যাচ্ছে। ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো লিগটি হবে ৩৬ দলের অংশগ্রহণে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এবারের আসর শুরু হবে। ইতোমধ্যে পুরো সূচি ঘোষণা করা হয়েছে ইউসিএলের। বিশাল এই সূচির জটিলতা এড়াতে উয়েফা দ্বারস্থ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই)।

এআই প্রযুক্তিতে করা এবারের প্রথম রাউন্ডেই দেখা হবে আগের আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ডের। কেবল তাই নয়, একইসঙ্গে থাকছে আরও চার ফাইনালের পুনরাবৃত্তি। ২০১৮, ২০২০, ২০২২ ও ২০২৩ সালের ফাইনালিস্ট দলগুলোও একে অন্যের মুখোমুখি হবে। এবারের আসরে কোনো গ্রুপপর্ব থাকছে না। প্রাথমিক অবস্থায় প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। এরপর শুরু হবে নকআউট পর্ব।

অংশগ্রহণকারী ৩৬টি দলকে ড্রয়ের মাধ্যমে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১ নম্বর পটে ছিল বর্তমান চ্যাম্পিয়ন এবং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সেরা আট দল। ২ নম্বর পটে ইউরোপা লিগ জয়ী দল এবং শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়নরা। এতে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে চারটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে।

লিগ পর্ব শেষে শীর্ষ আট দল উঠে যাবে নকআউটে। এরপর টেবিলের নবম থেকে ২৪তম দল দুই লেগের প্লে অফ খেলবে শেষ ষোলোয় বাকি আটটি স্থানের জন্য। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ক্লাবগুলো সরাসরি ইউরোপিয়ান ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। লিগ পর্বে পারফরম্যান্সের দিক থেকে ওপরের দিকে থাকা দলগুলো নক আউটের ড্রতে সুবিধা পাবে।

এখানেও আছে আরও কিছু শর্ত। একই লিগের দুটি ক্লাব লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে না। তবে একই ঘরোয়া লিগ থেকে চারটি বা তার চেয়ে বেশি ক্লাব এক পটে থাকলে যেকোনো একটি ক্লাবের বিপক্ষেই কেবল খেলতে হবে। নকআউট পর্ব থেকে অবশ্য স্বাভাবিক নিয়মেই চলবে খেলাগুলো। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *