চুয়াডাঙ্গা পৌর এলাকায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ ছয় জন আহত হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ ছয় জন আহত হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার রেলপাড়া ও ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালে সূত্রে জানা যায়, সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে শিশু-বয়োবৃদ্ধসহ মোট ছয় জন চিকিৎসা নিয়েছেন। তারা হলেন– নান্টু (৪০), জুবায়ের (৬), আয়েশা (১০), জুবাইদা (১০), ফুরকান আলী (৬০) ও মনোয়ারা (৫০)।
আহতরা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া ও ফার্মপাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কুকুর কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোনো ধরনের ক্ষত হয় তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিক ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে। কুকুরের কামড় বা আঁচড় দেওয়ার পর যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দিতে হবে।
আফজালুল হক/এসএসএইচ