চবিতে অস্ত্রসহ যুবক আটক

চবিতে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্ত্রসহ এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। পরে সাড়ে ৪টার দিকে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্ত্রসহ এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। পরে সাড়ে ৪টার দিকে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

আটকৃত ওই যুবক নিজেকে দাওদ সালমান এবং চবির ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। এ ছাড়া সে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো বলে জানিয়েছেন।

সরজমিনে দেখা যায়, বিকেল ৩টার দিকে দাওদ সালমানকে অস্ত্রসহ আটক করে শিক্ষার্থীরা এ এফ রহমান হলের ফটকে বেঁধে রাখেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, একটি লোডেড পিস্তল এবং কিছু গাঁজাসহ  তাকে তারা আটক করা হয়েছে। এ ছাড়া সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কিছু মার্কশিটও তার কাছ থেকে পাওয়া গেছে। এ এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে এসব নিয়ে বের হওয়ার সময় তারা তাকে আটক করেছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবি সমন্বয়ক ইবরাহীম রনি বলেন, এই ছেলে হলে সার্টিফিকেট ও মার্কসিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমকে ফোন দেয়। আমি বলি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। আমরা আসলে আমাদের কাউকে সঙ্গে নিয়ে হলে ঢুকবেন। কিন্তু সে কথা না শুনে হলের গার্ডলে ধাক্কা দিয়ে জোর করে হলে প্রবেশ করেন। এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে হল থেকে বের হয় ততক্ষণে আমরা হলের সামনে চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় তার কাছে আমরা লোড করা পিস্তলসহ কিছু গাঁজাও পেয়েছি।

সমন্বয়ক ইব্রাহিম আরও বলেন, আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলা করার চেষ্টা করেছে। আমাদের সকল সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি ও প্রো-ভিসিদের ছত্রছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। আমরা অনেকদিন ধরে ভিসি ও প্রো-ভিসিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছি। তারা পদত্যাগ না করে উলটো সন্ত্রাসীদের দিয়ে এসব করাচ্ছে বলে আমি মনে করি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পদত্যাগ করায় প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আতিকুর রহমান/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *