আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পার হলো কানপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন। অনুমিতভাবে ড্রয়ের পথে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার এই টেস্ট। এরমাঝে তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার পর থেকে কোনো বৃষ্টিপাত না হলেও খেলা গড়ায়নি মাঠে। দূর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠে জমে থাকা পানি অপসারণ করতেই পেরিয়ে যায় পুরো দিন।
আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পার হলো কানপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন। অনুমিতভাবে ড্রয়ের পথে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার এই টেস্ট। এরমাঝে তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার পর থেকে কোনো বৃষ্টিপাত না হলেও খেলা গড়ায়নি মাঠে। দূর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠে জমে থাকা পানি অপসারণ করতেই পেরিয়ে যায় পুরো দিন।
শেষ পর্যন্ত তিন দফায় মাঠ পর্যবেক্ষণ করে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন, চতুর্থ দিনে কি মাঠে গড়াবে খেলা? ভারতীয় গণমাধ্যম এবং আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট কিছুটা অন্তত স্বস্তির খবরই দিয়েছে। ওয়েদার ডটকম জানাচ্ছে, কানপুরে সোমবারে বৃষ্টির সম্ভাবনা মোটে ২৪ শতাংশ। যা গতকালের তুলনায় খানিকটা কম।
তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিনও। তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রী পর্যন্ত আশা করা হচ্ছে। বৃষ্টি নিয়ে শঙ্কা না থাকলেও ভেজা আউটফিল্ড কিংবা আলোকস্বল্পতা নিয়ে আছে প্রশ্ন। তৃতীয় দিনেও মূল সমস্যা ছিল আউটফিল্ডের করুণ দশা। যদিও স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, রোববার শেষ বিকেলে সূর্য দেখা দিয়েছে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে আজ খেলা মাঠে গড়াতে পারে।
এদিকে আবহাওয়া বিষয়ক আরেক ওয়েবসাইট অ্যাকুওয়েদার থেকে আরেকটু বেশি আশাবাদী হওয়ার মতোই খবর এসেছে। বলা হচ্ছে, সারাদিনে বৃষ্টির সম্ভাবনা মোটে তিন শতাংশ আর তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। যার অর্থ, টেস্ট মাঠে গড়ানোর মতো উপযুক্ত পরিবেশই থাকছে আজ কানপুরে।
সারাদিনের দৃষ্টিসীমা ১০ থেকে ১১ কিলোমিটার পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে খেলা শুরু হতে আলোকস্বল্পতার বাঁধা খুব একটা বড় ইস্যু হওয়ার কথা নয়।
কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। এরপর প্রথম সেশন শেষে বিরতির পর কিছুক্ষণ খেলা হতে আলোকস্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। ফলে শুক্রবার গোটা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান।
জেএ