বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে চট্টগ্রামের নিউমার্কেট সকাল থেকে জড়ো হচ্ছিলেন আন্দোলনকারীরা। এ সময় আশপাশের এলাকায় অবস্থান নেন সরকারি দলীয় নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে চট্টগ্রামের নিউমার্কেট সকাল থেকে জড়ো হচ্ছিলেন আন্দোলনকারীরা। এ সময় আশপাশের এলাকায় অবস্থান নেন সরকারি দলীয় নেতাকর্মীরা।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে নিউমার্কেট সিটি কলেজ এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে নিউমার্কেট থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পুলিশি অ্যাকশনে পিছু হটে আমতলের দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর কিছুক্ষণ পর আবার নিউমার্কেটের দিকে এগিয়ে গেলে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে। সাজোঁয়া যান নিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (১২টা ২০ মিনিট) নিউমার্কেট এলাকা দখলে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে সকাল থেকেই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থী-জনতা। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। যদিও একই স্থানে আওয়ামী লীগ, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।
আরএমএন/জেডএস