গোপালগঞ্জে আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

গোপালগঞ্জে আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার আলহেরা মডেল মাদ্রাসায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা।

পরে মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ টাকার চেক তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ এইচ এম হামি-দুর বলেন, এ দেশ স্বাধীন হলেও দেশের মানুষের গণতন্ত্র, মতপ্রকাশ এবং ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারেনি।

তিনি বলেন, প্রাচীন দলগুলোর মধ্যে আওয়ামী লীগ একটি দল। যার ঐতিহ্য গণতান্ত্রিক এবং মানুষের মুক্তির সংগ্রামে আছে। কিন্তু সেই জায়গাটি তারা ম্লান করে দিয়েছেন। তাদের শাসন-দুঃশাসন, অপশাসন, নির্যাতন, গুম, খুন, অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট এবং অর্থপাচারের মতো নানা অপকর্মের মাধ্যমে মর্যাদার আসনকে কলঙ্কিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এ এইচ এম হামিদুর বলেন, আপনি যে উন্নয়নের কথা বলেন এত উন্নয়ন যদি করে থাকেন তাহলে জনগণ এত ক্ষুব্ধ ছিল কেন। আপনি যদি জনগণের এত ভাগ্য উন্নয়নের কাজ করে থাকেন তাহলে এ দেশের সাধারণ জনগণ আপনার বিরুদ্ধে জীবন দিতে রাজপথে কেন নামলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টিমের সদস্য সামছুল ইসলাম আল বরাটি।

সভায় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকার আমলের নানা কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরেন এবং আন্দোলনে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তারা চার শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করেন এবং শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *