গেজেটে অন্তর্ভুক্তির দাবি বাদ পড়া প্রধান শিক্ষকদের

গেজেটে অন্তর্ভুক্তির দাবি বাদ পড়া প্রধান শিক্ষকদের

গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ‘বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্য জোট। বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ‘বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্য জোট। বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক খ. ম. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ঐক্য জোটের সদস্য সচিব খায়রুল ইসলাম।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের কেন্দ্রীয় প্রতিনিধি গোলাম মোস্তফা।

শিক্ষকরা বলেন, বিগত সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি ঐতিহাসিক শিক্ষক সমাবেশের মাধ্যমে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। একই সংখ্যক প্রধান শিক্ষক পদ সৃষ্টি হওয়ার কথা থাকলেও প্রায় ৭ হাজার ৫১২টি বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অণু বিভাগের তৎকালীন এক কর্মকর্তার যোগসাজশে তাদেরকে প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে গেজেট প্রকাশিত হয়।

খ. ম. হুমায়ুন কবীর বলেন, ২০১৩ সালের আগস্টে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা গেজেট অনুযায়ী জাতীয়করণ করা প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করার কথা থাকলেও আমরা বৈষম্যের শিকার। গেজেটে অন্তর্ভুক্তিকরণ আমাদের সাংবিধানিক অধিকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

ওএফএ/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *