খাগড়াছড়িতে পূজা উদযাপনে মন্দিরে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

খাগড়াছড়িতে পূজা উদযাপনে মন্দিরে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে জেলার ১৮ মন্দিরে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।  

আজ (শনিবার) সকালে খাগড়াছড়ি সদর জোনের (৩০ বীর) অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসি এ উপহারসামগ্রী মন্দিরগুলোর দ্বায়িত্বরতদের হাতে তুলে দেন। 

এ সময় তিনি মন্দির প্রতিনিধিদের উদ্দেশে বলেন, সার্বজনীন দুর্গোৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গড়তে আহ্বান জানান তিনি। 

লে. কর্নেল আবুল হাসানাত জুয়েল আরও বলেন, দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে।

১৮টি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সেনাবাহিনীর সদর জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ শাহজাহান/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *